Header Ads

সাধারণ জ্ঞান

সাধারণ জ্ঞান






BCS,ADMISSION ভাল করার জন্য সাধারণ জ্ঞান সম্পর্কে জানতে হবে । আজ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু সাধারণ কিছু তথ্য তুলে ধরা হল ঃ


1.বাংলাদেশ কোন দেশে সবচেয়ে বেশি রপ্তানি করে?
উ: যুক্তরাষ্ট্র

2.বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য কোনটি?
উ: তৈরি পোশাক

3.বাংলাদেশের ২য় রপ্তানি পণ্য কোনটি?
উ: চামড়াজাত দ্রব্য


4.পাটজাত দ্রব্য বাংলাদেশের কততম রপ্তানি পণ্য?
উ: ৩য়
5.বাংলাদেশের আমদানি পণ্য:
১ম- মূলধনী যন্ত্রপাতি
২য়- পেট্রোলিয়াম


6.সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম?
উত্তর : পটুয়াখালী।

7.বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতির নাম কি? 
উ: নাজমুন আরা সুলতানা।

8.বাংলাদেশ প্রথম জনশক্তি রপ্তানি করে_
উ: সৌদি আরবে (১৯৭৬ সালে)


9. রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর কোন রশ্মি বের হয়?
উ:গামা রশ্মি।
10.পাহাড়ের ওপর রান্না করতে বেশি সময় লাগে কেন?
উ:  বায়ুর চাপ কম থাকার কারণে। 
11.কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি? 
উ: ৪ সেন্টিগ্রেড। 

12. কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি? 
উ: লোহা। 

13.  বিজিবির সর্বপ্রথম নাম কি ছিল? 
  উ:  রামগড় লোকাল ব্যাটালিয়ন।

14. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত টেলিভিশন
      নাটকটির নাম কী ?
    উ:  মহামানবের দেশে ।

15. বিশ্বে ইন্টারনেট গতিতে শীর্ষ দেশ কোনটি ?
  উ: দক্ষিণ কোরিয়া


16. ফিফার ১ম নারী মহাসচিব কে ?
উ: ফাতেমা সামবা


17. বাংলাদেশের সর্বশেষ নদীবন্দর
কোনটি ?
উ:সুনামগঞ্জ , ৩০তম ।


18.বাংলাদেশের মোট সিটি কর্পোরেশন
রয়েছে কতটি ? উ:11


19.  বাংলাদেশের সর্ববৃহৎ বীজ খামার
কোথায় অবস্থিত ?
উ:দশমিনা , পটুয়াখালী ।


20. কত সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
চ্যাম্পিয়ন্স অব দ্যা আর্থ পুরস্কার লাভ
করেন ?
উ:২০১৫ ।

No comments

Powered by Blogger.