বাংলাদেশের বিখ্যাত কবিগন | কবিদের নামের তালিকা | Famous Poets from Bangladesh
বাংলাদেশের বিখ্যাত কবিগন | কবিদের নামের তালিকা |
Famous Poets from Bangladesh
১. আহসান হাবিব
আহসান হাবীব (২ ফেব্রুয়ারি ১৯১৭ - ১০ জুলাই ১৯৮৫) একজন খ্যাতিমান বাংলাদেশী কবি ও সাহিত্যিক। দীর্ঘ দিন দৈনিক বাংলা পত্রিকার সাহিত্য সম্পাদক পদের দায়িত্ব পালন সূত্রে তিনি স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সাহিত্য অঙ্গনে অভিভাবকের ভূমিকা রেখেছেন। তিনি চল্লিশের দশকের অন্যতম প্রধান আধুনিক কবি হিসেবে পরিগণিত।জন্ম | ফেব্রুয়ারি ২, ১৯১৭ পিরোজপুর |
---|---|
মৃত্যু | জুলাই ১০, ১৯৮৫ (৬৮ বছর) ঢাকা, বাংলাদেশ। |
জাতীয়তা | বাংলাদেশী |
জাতিসত্তা | বাঙালি |
পেশা | কবি, সাহিত্য সম্পাদক |
ধর্ম | ইসলাম |
পুরস্কার | একুশে পদক (১৯৭৮) |
২. ফররুখ আহমদ
ফররুখ আহমদ (জন্ম : জুন ১০, ১৯১৮ - মৃত্যু : অক্টোবর ১৯, ১৯৭৪) একজন প্রখ্যাত বাংলাদেশী কবি। এই বাঙালি কবি 'মুসলিম রেনেসাঁর কবি' হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। তাঁর কবিতায় বাংলার অধঃপতিত মুসলিম সমাজের পুনর্জাগরণের অণুপ্রেরণা প্রকাশ পেয়েছে।[১] বিংশ শতাব্দীর এই কবি ইসলামি ভাবধারার বাহক হলেও তাঁর কবিতা প্রকরণকৌশল, শব্দচয়ন এবং বাক্প্রতিমার অনন্য বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। আধুনিকতার সকল লক্ষণ তাঁর কবিতায় পরিব্যাপ্ত। তাঁর কবিতায় রোমান্টিকতা থেকে আধুনিকতায় উত্তরণের ধারাবাহিকতা পরিস্ফুট।স্থানীয় নাম | ফররুখ আহমদ |
---|---|
জন্ম | 10 জুন 1918 মাজহাইল, শ্রীপুর , মাগুরা ,বাংলার প্রেসিডেন্সি , ব্রিটিশ ভারতে |
মৃত্যু | 19 অক্টোবর 1974 (বয়স 56) ঢাকা , বাংলাদেশ |
পেশা | কবি, সম্পাদক |
ভাষা | বাঙালি |
জাতীয়তা | বাংলাদেশী |
মাতৃশিক্ষায়তন | রিপন কলেজ স্কটিশ চার্চ কলেজ সিটি কলেজ |
রীতি | কবিতা |
বিষয় | মানবতাবাদ , ইসলামী রেনেসাঁ |
সাহিত্য গতিবিধি | অবাধ কল্পনাপ্রবণতা |
উল্লেখযোগ্য কাজ | শাহের সাগরর মাজি, নওফেল ও হাতম, মুহুর্তর কোবিতা |
উল্লেখযোগ্য পুরষ্কার | বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার, একুশে পদক , স্বাধীনতা দিবস পুরস্কার |
পত্নী | সায়দা টেইবা খাতুন |
৩. জসীমউদ্দীন
জসীমউদ্দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬) একজন প্রখ্যাত বাঙালি কবি। তিনি বাংলাদেশে পল্লী কবি হিসেবে পরিচিত। তাঁর লেখা কবর কবিতাটি বাংলা সাহিত্যে এক অবিস্মরণীয় অবদান। পুরো নাম মোহাম্মাদ জসীম উদ্দীন মোল্লা হলেও তিনি জসীম উদ্দীন নামেই পরিচিত। নকশী কাঁথার মাঠ ও সোজন বাদিয়ার ঘাট কবির শ্রেষ্ঠ দুইটি রচনা। জসীম উদ্দীনের কবিতা বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।

জন্ম | মোহাম্মাদ জসীম উদ্দীন মোল্লা জানুয়ারি ১, ১৯০৩ তাম্বুলখানা, ফরিদপুর জেলা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত (বর্তমান বাংলাদেশ) |
---|---|
মৃত্যু | মার্চ ১৩, ১৯৭৬ (৭৩ বছর) ঢাকা, বাংলাদেশ |
পেশা | কবি |
জাতীয়তা | বাংলাদেশী |
জাতি | বাঙালি |
নাগরিকত্ব | বাংলাদেশ |
শিক্ষা | বাংলা ভাষা ও সাহিত্য |
শিক্ষা প্রতিষ্ঠান | কলকাতা বিশ্ববিদ্যালয় |
ধরন | কবিতা |
উল্লেখযোগ্য রচনাসমূহ |
|
উল্লেখযোগ্য পুরস্কার | একুশে পদক, স্বাধীনতা পুরস্কার |
No comments