বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কিত কিছু সাধারণ তথ্য ।
বর্তমান যেকোন চাকুরিতে ,বিসিএস (BCS) এবং ভর্তি পরীক্ষায় শেখ মুজিবর রহমান নিয়ে প্রশ্ন আসে।এই জন্য শেখ মুজিবর রহমান নিয়ে ভালো জ্ঞান থাকা উচিত।
নাম ঃ শেখ মুজিবুর রহমান
জন্মসাল ঃ ১৯২০ সাল ১৭ ই মার্চ।
মায়ের নাম ঃ মোসাম্মৎ সাহারা খাতুন
বাবার নাম ঃ শেখ লুৎফর রহমান
ভাই-বোন ঃ ৪ বোন , ১ভাই ছিল।( তিনি তৃতীয় সন্তান ছিলেন )
ছাত্র জীবন ঃ ১৯২৭ সালে ৭ বছর বয়সে গিমাডাঙ্গা প্রাইমারি স্কুলে পড়াশোনা শুরু করেন
ম্যাট্রিক পাশ : ১৯৪২ সালে গোপালগঞ্জ মিশনারি স্কুল থেকে ।
বিএ পাশ ঃ ১৯৪৭ সালে কলকাতা ইসলামিয়া কলেজ থেকে।
বিবাহ ঃ ১৯৩৮ সালে ১৮ বছর বয়সে বঙ্গবন্ধু ও বেগম ফজিলাতুনেড়বছার আনুষ্ঠানিক বিয়ে করেন।
বঙ্গবন্ধুর ছেলে–মেয়ে ঃ ৫ জন। তিন ছেলে দুই মেয়ে। শেখ হাসিনা, শেখ কামাল, শেখ রেহানা, শেখ জামাল ও শেখ রাসেল।
রাজনীতি জীবন ঃ ১৯৪৩ সালে তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং মুসলিম লীগের কাউন্সিলর নির্বাচিত হন।
১৯৪৪ কুষ্টিয়ায় অনুষ্ঠিত নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগের সম্মেলনে যোগদান এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কলকাতাস্থ ফরিদপুরবাসীদের একটি সংস্থা ‘ফরিদপুরস্থ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন’-এর সম্পাদক নির্বাচিত হন। ১৯৪৬ বঙ্গবন্ধু ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হন।বঙ্গবন্ধু ১৯৪৬ সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সহকারী নিযুক্ত হন।
নাম ঃ শেখ মুজিবুর রহমান
জন্মসাল ঃ ১৯২০ সাল ১৭ ই মার্চ।
মায়ের নাম ঃ মোসাম্মৎ সাহারা খাতুন
বাবার নাম ঃ শেখ লুৎফর রহমান
ভাই-বোন ঃ ৪ বোন , ১ভাই ছিল।( তিনি তৃতীয় সন্তান ছিলেন )
ছাত্র জীবন ঃ ১৯২৭ সালে ৭ বছর বয়সে গিমাডাঙ্গা প্রাইমারি স্কুলে পড়াশোনা শুরু করেন
ম্যাট্রিক পাশ : ১৯৪২ সালে গোপালগঞ্জ মিশনারি স্কুল থেকে ।
বিএ পাশ ঃ ১৯৪৭ সালে কলকাতা ইসলামিয়া কলেজ থেকে।
বিবাহ ঃ ১৯৩৮ সালে ১৮ বছর বয়সে বঙ্গবন্ধু ও বেগম ফজিলাতুনেড়বছার আনুষ্ঠানিক বিয়ে করেন।
বঙ্গবন্ধুর ছেলে–মেয়ে ঃ ৫ জন। তিন ছেলে দুই মেয়ে। শেখ হাসিনা, শেখ কামাল, শেখ রেহানা, শেখ জামাল ও শেখ রাসেল।
রাজনীতি জীবন ঃ ১৯৪৩ সালে তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং মুসলিম লীগের কাউন্সিলর নির্বাচিত হন।
১৯৪৪ কুষ্টিয়ায় অনুষ্ঠিত নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগের সম্মেলনে যোগদান এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কলকাতাস্থ ফরিদপুরবাসীদের একটি সংস্থা ‘ফরিদপুরস্থ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন’-এর সম্পাদক নির্বাচিত হন। ১৯৪৬ বঙ্গবন্ধু ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হন।বঙ্গবন্ধু ১৯৪৬ সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সহকারী নিযুক্ত হন।
প্রথম কারাভোগ ঃ ১৯৩৯ সালে।
যুক্তফ্রন্ট নির্বাচন ঃ গোপালগঞ্জ আসন থেকে তিনি জয়ী হন।১৯৫৪ সালের যুক্তফ্রন্ট মন্ত্রীসভায় সর্বকনিষ্ঠ মন্ত্রী ছিলেন।
ছয় দফা ঃ বঙ্গবন্ধু শেখ মুজিব আনুষ্ঠানিকভাবে ২৩ মার্চ ১৯৬৬ ছয়দফা ঘোষনা করেন। লাহোর প্রস্তাবের ভিত্তিতে ছয়দফা রচিত হয়।
‘বঙ্গবন্ধু’ উপাধি ঃ ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ রেসকোর্স ময়দানেএই উপাধি দেন।
৭ ই মার্চ ভাষণ ঃ ঢাকার রেসকোর্স ময়দানে, যা এখন সোহরাওয়ার্দি উদ্যোন নামে পরিচিত এই স্থানে তিনি ভাষণ দেন।বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণের মূল বক্তব্য ছিল এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।।
স্বাধীনতার ঘোষণা ঃ ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাত অর্থাৎ ২৬ মার্চে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরপরই পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে।
অস্থায়ী সরকার ঃ ১৯৭১ সালের ১৭ এপ্রিল গঠিত অস্থায়ী সরকারের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদ ছিল রাষ্ট্রপতি।
কারাগার মূক্তি ঃ ১৯৭২ সালের ৮ জানুয়ারি। ১৯৭২ সালের ১০ জানুয়ারি, তিনি দেশে ফিরেন যা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস নামে পরিচিত।
বাংলাদেশ নামকরনঃ শেখ মুজিবুর রহমান
‘জাতির জনক’ ঘোষনা ঃ ৩ মার্চ ১৯৭১ আ.স.ম. আব্দুর রব পল্টন ময়দানে শেখ মুজিবকে জাতির জনক ঘোষনা করেন ।
আগরতলা মামলা ঃ আগরতলা ষড়যন্ত্র মামলা রাষ্ট্রদ্রোহীতা বনাম শেখ মুজিব ও অন্যান্য নামে দায়ের করা হয়েছিল । আগরতলা মামলার মোট আসামী ৩৫ জন ( প্রধান আসামি মুজিব ) ছিল ।
মারা যান ঃ ১৯৭৫ সালের ১৫ আগষ্ট। বঙ্গবন্ধুকে গুলি করে মেজর নূর
No comments