১৯৭১ মুক্তিযুদ্ধ সম্পর্কে সাধারণ জ্ঞান
বর্তমানে bcs,admission,job পরীক্ষায় মুক্তিযুদ্ধ সম্পর্কে সাধারণ জ্ঞান আসে।এই জন্য এই সম্পর্কে জানতে হবে ।
১. কার নির্দেশে বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
উ: তাজউদ্দীন আহমদ
২.প্রথম কোথায় বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়?
উঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসভায়।
৩.মুজিবনগরের পুরাতন নাম কি ছিল?
উঃ বৈদ্যনাথ তলার ভবের পাড়া।
৪.মুক্তিযোদ্ধাদের খেতাব প্রদান করা হয় কবে?
উ: ১৫ ডিসেম্বর ১৯৭৩
৫.ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কত তারিখে বাঙালিদের মুক্তিসংগ্রামের প্রতি তাঁর সরকারের পূর্ণ সমর্থন জ্ঞাপন করেন?
উ: ২৭ মার্চ।
৬.৩ ব্রিগেডের অধিনায়ক ছিলেন কারা?
উ: জিয়া(Z), সফিউল্লাহ (S), খালেদ মোশাররফ(K).
৭.মুক্তিযুদ্ধে অবদানের জন্য বাংলাদেশ রাষ্ট্রীয় পুরস্কার দেয় কতটি?
৮.স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীরউত্তম উপাধি লাভ করেন কতজন?
উ: ৬৮ জন।
৯.মহিলা মুক্তিযোদ্ধা কারা ছিলেন?
১০.তারামন বিবি কত নং সেক্টরে যুদ্ধ করেন?
উ: ১১নং সেক্টরে
১১.তারামন বিবির বাড়ি কোথায়?
১২.কাঁকন বিবির বাড়ি কোন জেলায়?
১৩.বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কবর কোথায়?
উ: ভারতের আমবাসা এলাকায়।
১৪.চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষনা পাঠ করা হয় ?
উ: ২৬ মার্চ, ১৯৭১।
১৫.শেখ মুজিব তারিখে পাকিস্তানের কারাগার হতে মুক্তিলাভ করেন ?
উ: ১০ জানুয়ারী ১৯৭২।
১৬.কোথায় এবং কত তারিখে বাংলাদেশ বিমানবাহিনী গঠিত হয়?
উ: নাগাল্যান্ডের দিমাপুরে, ২৮ সেপ্টেম্বর
১৭.কত জন বিমানসেনা নিয়ে বাংলাদেশ বিমানবাহিনীর যাত্রা শুরু হয়?
উ: ৬৭.
১৮. ঢাকা ত্যাগ করা আদেশ সত্ত্বেও কোন বিদেশি সাংবাদিক ঢাকা ত্যাগ করেননি বরঞ্চ গণহত্যার খবর সারা পৃথিবীকে জানিয়ে দেয়?
উ: সাইমন ড্রিং। তিনি ওয়াশিংটন পোস্টের মাধ্যমে গণহত্যার খবর প্রকাশ করেন।
১৯.সপ্তম নৌবহর’ কী?
উ: পাকিস্তানকে সমর্থন করে পাঠানো যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ।
২০.বীর শ্রেষ্ঠদের মধ্যে সর্বশেষে মৃত্য বরণ কে করেন?
উঃ মহিউদ্দিন জাহাঙ্গীর (১৪ ডিসেম্বর, ১৯৭১)
২১.কোন নারী মুক্তিযোদ্ধা সর্বপ্রথম বীরপ্রতীক খেতাব পান?
২২.বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর কোন জেলায় অবস্থিত?
উঃচাঁপাইনবাবগঞ্জ।
২৩.আরব রাষ্ট্রের মধ্যে কোন দেশটি প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে?
২৪.বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ কোনটি?
উঃ ইন্দোনেশিয়া।
২৫.ইউরোপের কোন রাষ্ট্র সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে?

No comments