Header Ads

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফলাফল পুন:নিরীক্ষণ করার নিয়মাবলী



যারা কাঙ্খিত ফলাফল পায়নি তারা চাইলে তাদের ফলাফল পুন:নিরীক্ষণের আবেদন করতে পারবেন। ফলাফল পুন:নিরীক্ষণের আবেদন প্রক্রিয়া নিচে তুলে দেওয়া হলোঃ
আবেদনের সময়সীমাঃ অনলাইনে ২৫-০৩-২০১৮ তারিখ সকাল  ১১-৪-২০১৮ তারিখ দুপুর ২টা পর্যন্ত আবেদন করা যাবে। আর আবেদনের জন্য নির্ধারিত ফি ১২/০৪/২০১৮ তারিখ বিকাল ৪টা পর্যন্ত ব্যাংকে জমা দেওয়া যাবে।আবেদন ফি প্রতি বিষয়  ৮০০ টাকা
আবেদনের পদ্ধতিঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের এই লিঙ্কে গেলে নির্ধারিত সময়ের মধ্যে (এর আগে কিংবা পরে পাবেন না) আবেদন ফরম পাবেন। এই ফরম পূরণ করে Pay Slip ডাউনলোড করতে হবে। Pay Slip এ সংশ্লিষ্ট খাতের হিসাব নম্বর ০২৮১০০০০০১৩৫ উল্লেখপূর্বক টাকার অংক লেখা থাকবে এবং এর প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ যে কোন সোনালী ব্যাঙ্কের শাখায় উল্লেখিত সময়ের মধ্যে জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে।
কোড নাম্বার  যথাযথভাবে পূরণ করতে হবে। নির্ধারিত সময়ের পূর্বে ও পরে আবেদন ফরম পূরণ করা, Pay Slip ডাউনলোড করা এবং টাকা জমা দেওয়া যাবে না।
ফলাফলঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের  অনার্স ১ম বর্ষ পরীক্ষার পূন:নিরীক্ষণ ফলাফল যথাসময়ে আবেদনের সময় প্রদত্ত নম্বরে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

No comments

Powered by Blogger.